Top

বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়

১৬ অক্টোবর, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়

সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্কটল্যান্ডকে। তবে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষের কাছ থেকে বড় একটা হুমকিই পেয়ে বসেছে। স্কটল্যান্ড কোচ শেন বার্জার জানালেন, বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমানের চেয়ে বড় করে দেখছে না তার দল।

সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কটল্যান্ড কোচ জানালেন এ কথা। তার দলের শক্তিসামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যদি আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আমরা যে কোনো দলকেই বিপদে ফেলতে পারি, বিষয়টা এমনই সহজ।’

ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই এমন ভাবনা স্কটিশ কোচের। বললেন, ‘ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটটা সব দলকেই প্রায় এক কাতারে নিয়ে আসে। আমরা জানি আমাদের দলের রসদটা কী। যদি আমরা সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি, সেটা বাংলাদেশ হোক, কিংবা ওমান, পাপুয়া নিউগিনি।’

স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, আর ওমান এই তিন দলের সঙ্গে গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ। বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকায় বিশ্বকাপের এ গ্রুপে মাহমুদউল্লাহর দলই ফেভারিট।

তবে স্কটল্যান্ড কোচ তা মনে করছেন না আদৌ। তার ভাষ্য, ‘বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়, বিষয়টাকে এভাবেই দেখছি আমরা। আমরা জানি প্রত্যেকটা দল আমাদের মুখোমুখি হবে। আমরাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াব। আমরা প্রস্তুত আর ম্যাচে নামতে তৈরি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমরা যেন সেদিন বর্তমানে থাকি, সেরা নৈপুণ্যটা দেখাতে পারি। আমরা স্কটিশ ঢঙে মনোযোগী হতে চাই, একে অন্যকে সহযোগিতা করা যেন নির্দিষ্ট দিনে সবাই নিজের সেরাটা ঢেলে দিতে পারে।’

শেয়ার