Top
সর্বশেষ

আগের মতোই হবে বইমেলা: ফরিদ আহমেদ

১৩ ডিসেম্বর, ২০২০ ১:০১ অপরাহ্ণ
আগের মতোই হবে বইমেলা: ফরিদ আহমেদ
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতিতে এবারের বইমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা। বইমেলা শুরুর তারিখ বদলাতে পারে।

রোববার (১৩ ডিসেম্বর) বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনাভাইরাস বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

রোববার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা। আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার