Top
সর্বশেষ

বরাদ্দ বেড়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে

১১ জুন, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ
বরাদ্দ বেড়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে তিন হাজার ৬৮৮ কোটি টাকা।

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল তিন হাজার ৪২৬ কোটি টাকা; সংশোধিত বাজেটে যা কমে হয় তিন হাজার ৪১৭ কোটি টাকা।

অর্থাৎ ২০১৯-২০২০ অর্থবছরের চেয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ২৭১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ বরাদ্দ তুলে ধরেন।

বাজেট বক্তব‌্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ‌্য দ্রুতগতির যাত্রী ও পণ‌্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে বিশ্বমানের বেসামরিক বিমান পরিবহন ব‌্যবস্থা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। দেশের আন্তর্জাতিক বিমানন্দরগুলোর যাত্রী ও কার্গো হ‌্যান্ডলিং সক্ষমতার মান ও পরিধি বাড়ানোর অংশ হিসাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ চলমান রয়েছে এবং কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বাগেরহাট জেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণসহ যশোর, সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দর এবং রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও নবরূপায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০২০-‌২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

শেয়ার