Top
সর্বশেষ

ঢাবি ভর্তি: চ ইউনিটের ফল প্রকাশ

১৭ অক্টোবর, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
ঢাবি ভর্তি: চ ইউনিটের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি চ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে বিএফএ সম্মান ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী পরীক্ষার জন্য উত্তীর্ণ এক হাজার ৫০০ জনের (৪০ জনের প্রাপ্ত নম্বর সমান হওয়ায় ১৫৪০ জন)  পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল পরীক্ষার প্রবেশপত্র এবং সাধারণ জ্ঞান পরীক্ষার ফলের প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

 

শেয়ার