Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

মিরপুরে শততম ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করলো টেকনো

১৮ অক্টোবর, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
মিরপুরে শততম ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করলো টেকনো

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, রাজধানীর মিরপুর এ নিজেদের নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করেছে। এটি বাংলাদেশে টেকনো’র শততম ব্র্যান্ড আউটলেট। ট্রানশান বাংলাদেশ এর সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা, টেকনো বিজনেস ইউনিট হেড সাইফুর রহমান খান, হেড অব মার্কেটিং মো. আসাদুজ্জামান এবং টেকনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনে অংশ নেন।

উদ্বোধনকালে ট্রানশান বাংলাদেশ এর সিইও রেজওয়ানুল হক বলেন, “গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে আমরা সর্বদাই প্রাধান্য দিয়েছি। সেসব বিবেচনা করেই সাশ্রয়ী মূল্যে, উন্নত প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।” তিনি আরও বলেন, “মিরপুরে টেকনো’র শততম ব্র্যান্ড আউটলেটের যাত্রা শুরু করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। স্মার্টফোন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা প্রদানের লক্ষ্যে আরও ব্র্যান্ড আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। সদ্য উদ্বোধন হওয়া এই ব্র্যান্ড আউটলেটে গিয়ে গ্রাহকরা স্মার্টফোন কেনার আগে নিজ হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন চৌধুরী বলেন, “বাংলাদেশে টেকনো’র পথচলার একটি অংশ হয়ে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। শততম ব্র্যান্ড আউটলেটের জন্য টেকনো কে অভিনন্দন। নতুন ব্র্যান্ড আউটলেটটি থেকে মিরপুরবাসী উন্নত প্রযুক্তিসম্পন্ন টেকনো ফোন কিনতে এবং কেনার আগে হাতে নিয়ে ব্যবহার করেও দেখতে পারবেন। নতুন এই আউটলেটের সাথে টেকনোর পথচলা আরও সুদৃঢ় হবে বলে আমি আশাবাদী।”

টেকনোর নতুন ব্র্যান্ড আউটলেটটি রাজধানীর ২৫/৩০ খলিল ভবন, ১নং সুপার মার্কেট, মিরপুর-১, ঢাকায় অবস্থিত। এছাড়া উত্তরার নর্থ টাওয়ার ও রাজলক্ষী কমপ্লেক্স; যমুনা ফিউচার পার্ক; সাভার সিটি সেন্টার, অনপম সুপার মার্কেট গাজীপুর, সানমার ওশান সিটি চট্টগ্রাম, জেলা পরিষদ সুপার মার্কেট রংপুর, করিমুল্লাহ মার্কেট সিলেট ইত্যাদি স্থানসহ দেশজুড়ে ৯৯ টি আউটলেট রয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটির। টেকনো স্মার্টফোন কেনার জন্য ভিজিট করুন আপনার নিকটস্থ আউটলেটে।

শেয়ার