Top

ধর্মীয় নেতাদের নিয়ে ‘অসাম্প্রদায়িক মঞ্চ’ প্রতিষ্ঠা করবে ইসলামী ঐক্যজোট

১৮ অক্টোবর, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
ধর্মীয় নেতাদের নিয়ে ‘অসাম্প্রদায়িক মঞ্চ’ প্রতিষ্ঠা করবে ইসলামী ঐক্যজোট

কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কুরআন অবমাননা এবং হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে আক্রমণ ও মূর্তি ভাঙার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

এসময় ওলামা-মাশায়েখ ও অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন করে একটি অসাম্প্রদায়িক মঞ্চ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানবসমাজের সবচেয়ে বড় শত্রু। এই মানবতার শত্রুদেরকে প্রতিহত করতে হবে। এ জন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষ ও মানবতার দুশমনদের বিরুদ্ধে। বাংলাদেশে যারা হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করেছে, তাদের পূজার মুর্তি ভেঙেছে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সকল সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পবিত্র কুরআন অবমাননা কারা করেছে, এখনও প্রশাসন তা সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না। আমরা দাবি করেছিলাম গত শুক্রবারের আগে আসল অপরাধীদেরকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করেছে কিনা, আমরা জানি না। আমরা ওই ঘটনার প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

শেয়ার