Top
সর্বশেষ

ঢাবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে আরমান-তমা

১৮ অক্টোবর, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
ঢাবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে আরমান-তমা
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর ২০২১-২২ সেশনের জন্য নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিবেটিং সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।

কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ আরমান । তিনি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল বিতর্ক ক্লাবের মধ্যে ১২টির ভোট পান। আরমান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী এবং হাউজ অব ডিবেটরস এর সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন জুয়েল পেয়েছেন ৬টি ভোট।

আর ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হয়েছেন মাকসুদা আক্তার তমা। তিনি শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবরিনা শর্না পেয়েছেন ৬টি ভোট। বাকি পদগুলোতে নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে।

এর আগে বিকেলে ১৮টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটার ভোট দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিইউডিএস এর মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন সচিব শামসুজ্জামান সবুজ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল ফয়সাল, মো. ইয়াছিন আরাফাত ও মো. জাহিদ হোসেন।

 

শেয়ার