Top
সর্বশেষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

১৩ ডিসেম্বর, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরিয়াশিকা এলাকায় রোববার দুপুরে বাস ও পিক আপভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত তুহিন রেজা (২০) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আয়রা গ্রামের আজিজার রহমানের ছেলে। সে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় থাই গ্লাসের দোকানের কর্মচারি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান জানান, হাটিকুমরুল থেকে পিক আপভ্যানে উল্লাপাড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে রোববার দুপুর পৌণে ১ টার দিকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের বাসের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুহিন রেজা নিহত ও পিক আপভ্যানের চালক হেলপারসহ ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

বাস ও পিক আপভ্যান হাটিকুমরুল হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার