Top

সড়ক ও পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে ১৬৮ কোটি টাকা

১১ জুন, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
সড়ক ও পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে ১৬৮ কোটি টাকা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নতুন অর্থবছর ২০২০-২১ এর প্রস্তাবিত বাজেটে ২৯ হাজার ৪৪২ কোটি টাকার পরিচালনা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৯ হাজার ২৭৪ কোটি টাকা। ফলে গত অর্থবছরের তুলনায় এবার ১৬৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ৪৯তম বাজেটে এই প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

করোনাভাইরাসের থাবায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির মধ্যে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

শেয়ার