Top

১২ বছর বয়সী ডিজাইনারের জার্সিতে দূর্দান্ত স্কটল্যান্ড

১৯ অক্টোবর, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
১২ বছর বয়সী ডিজাইনারের জার্সিতে দূর্দান্ত স্কটল্যান্ড

স্কটল্যান্ডের বিশ্বকাপ জার্সি দেখেননি এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। বিশ্বকাপের উদ্বোধনী দিনে এই বেগুনি জার্সিধারীদের কাছেই হেরে বিশ্বকাপ মিশন করেছে বাংলাদেশ। তবে এই জার্সির নকশা করেননি কোন পেশাদার ডিজাইনার। ১২ বছরের স্কটিশ শিশু রেবেকা ডাউনি নকশা করেছেন এই সুন্দর জার্সিটির।

দুইশ’রও বেশি ডিজাইনকে পেছনে ফেলে প্রথম হয়েছে রেবেকার ডিজাইন। ওমানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে স্কটল্যান্ড দলকে জার্সিটি উপহার দেন রেবেকা। এমন সম্মান পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত ছিলাম যখন জানতে পারলাম আমি প্রতিযোগিতাটি জিতেছি। সামনাসামনি জার্সিটি দেখতে পেরে আমি অনেক খুশি। দলের সঙ্গে দেখা করতে পারাটা দারুণ ছিল।’

স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারেরও মনে ধরেছে ছোট্ট রেবেকার এই ডিজাইন। জানালেন, স্মরণীয় পারফর্ম্যান্স দিয়েই একে স্বীকৃতি দিতে চায় তার দল। বললেন, ‘গোটা দল খুবই গর্বিত এই ডিজাইন নিয়ে। আমরা সেখানে (ওমান) গিয়ে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স দিয়ে এই সুন্দর কাজকে স্বীকৃতি দিতে চাই।’

শেয়ার