স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর হুমকির মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার সম্ভাবনা। তবে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় সে শঙ্কা দূর করেছে অনেকটা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলাই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। তবে স্কটিশদের কাছে হার স্বপ্ন যাত্রায় বড় ধাক্কা হয়েই আসে। এখন তাই, প্রথম রাউন্ডের বৈতরণী কীভাবে পার হওয়া যায় সেটা নিয়েই ভাবছে বাংলাদেশ।
পরের রাউন্ডে উঠতে বাংলাদেশের আসলে খুব কঠিন কোনো সমীকরণ মেলানোর প্রয়োজন নেই। প্রথম পর্বের শেষ ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই চলবে। সেটা ন্যুনতম ৩ রানের ব্যবধানে। তাহলেই হয়ে যাবে কাজ। এরপর যদি ওমান স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবুও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে সুপার টুয়েলভে উঠবে মাহমুদউল্লাহ রিয়াদের দলই।
দুটি করে ম্যাচ শেষে স্কটল্যান্ড এখন বি গ্রুপের টেবিলের টপার। তাদের পয়েন্ট ৪। এরপর দুইয়ে থাকা ওমান এবং বাংলাদেশ পয়েন্ট সমান ২। শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। ওমান স্কটল্যান্ডকে হারালে তাদের পয়েন্টও হবে সমান ৪। তখন তিন দলের পয়েন্ট সমান থাকলেও, নেট রান রেটের হিসাবে পরের রাউন্ডে উঠবে ওমান-বাংলাদেশ।
স্কটল্যান্ডের বর্তমান নেট রান রেট +০.৫৭৫। ওমানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে এমনিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠবে কাইল কোয়েটজারের দল। হারলেও তাদের সামনে থাকবে সুযোগ। সেক্ষেত্রে নিউগিনির কাছে বাংলাদেশকে হারতে হবে। তাহলে নেট রান রেটের হিসাব-নিকেশ ছাড়াই পরের রাউন্ডে চলে যাবে তারা। আর টাইগাররা জিতলে দলটির বিদায় ঘণ্টা বাজবে নিশ্চিত।
এদিকে, ওমানেরও আছে সমান সম্ভাবনা। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে তারা সহজেই পেয়ে যাবে পরের পর্বের টিকিট। ওমানের বর্তমান নেট রান রেট +০.৬১৩। তবে হেরে গেলেই বিপদ। স্বাগতিকরা যদি হারে, আর এদিকে বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রত্যাশিত জয় পায় তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে জিশান মাকসুদ, জতিন্দর সিংদের।
গ্রুপে সবার চেয়ে দুর্বল দল পাপুয়া নিউগিনির বিপক্ষে হারলেও একটা ক্ষীণ সম্ভাবনা বেচে থাকবে বাংলাদেশের। তখন টাইগারদের তাকিয়ে থাকতে হবে ওমান-স্কটল্যান্ড ম্যাচের দিকে। আর প্রার্থনা করতে হবে, ওমান যাতে বিশাল ব্যবধানে হারে।
এদিকে, অঘটন ঘটিয়ে বাংলাদেশকে যদি পাপুয়া নিউগিনি হারিয়ে দেয়, তখন আসাদ ভালাদের সামনেও উন্মুক্ত হবে সুপার টুয়েলভের পথ। নিউগিনির বর্তমান নেট রান রেট -১.৮৬৭। বাংলাদেশকে কমপক্ষে তাই ৪৫ রানের ব্যবধানে হারাতেই হবে তাদের। এছাড়া স্কটিশদের কাছেও তখন বড় ব্যবধানে হারতে হবে ওমানকে।