Top
সর্বশেষ

২৬ মার্চ বুদ্ধিজীবী হত্যার পূর্ণাঙ্গ তালিকা

১৪ ডিসেম্বর, ২০২০ ১২:১০ অপরাহ্ণ
২৬ মার্চ বুদ্ধিজীবী হত্যার পূর্ণাঙ্গ তালিকা
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

আগামী ২৬ মার্চের মধ্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব বুদ্ধিজীবী পাকবাহিনী ও তাদের এদেশিয় দোসরদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ১৩ ডিসেম্বর পর্যন্ত আমরা ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আরও যারা যারা শহীদ হয়েছেন তাদের কারও নাম বাদ পড়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদের সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, সারাদেশ থেকে বুদ্ধিজীবী হত্যার ইতিহাস সংগ্রহ করছি। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ১২২২ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করা হবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার