Top
সর্বশেষ

বরাদ্দ কমেছে স্থানীয় সরকার বিভাগে

১১ জুন, ২০২০ ৭:৪৭ অপরাহ্ণ
বরাদ্দ কমেছে স্থানীয় সরকার বিভাগে

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ কমেছে।

২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের জন‌্য প্রস্তাব করা হয়েছিল ৩৪ হাজার ২৪০ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে ৩৭ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

আগামী অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন‌্য ৩৬ হাজার ১০২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নতুন অর্থবছরে বরাদ্দ কমছে এক হাজার ৯৪৭ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটের ৬ দশমিক ৩৬ শতাংশ স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এ বিভাগে বরাদ্দ ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-‌২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ‌্য জানান।

এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

শেয়ার