Top
সর্বশেষ

শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরলো ববিতে

২১ অক্টোবর, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরলো ববিতে
নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি পরীক্ষা কার্যক্রমও শুরু হয়। এর আগে গত ৪ অক্টোবর খুলে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল।

দীর্ঘদিন পর ক্লাস-পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আবারও সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বেলা ১১টার দিকে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার ও ফুল দিয়ে বরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আজ প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা হয়েছে। শ্রেণি কার্যক্রম শুরুর দিনে প্রায় ৬০ ভাগ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মোকছুদুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হয়েছে। যাদের মাস্ক ছিল না, তাদের শ্রেণিকক্ষে মাস্ক দেওয়া হয়েছে। এছাড়া শ্রেণিকক্ষের বাইরে হ্যান্ড-স্যানিটাইজারও ছিল। সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় সবার সঙ্গে দেখা হলো। পাশাপাশি হলে সহপাঠীদের মধ্যে আড্ডা হয়েছে, খুবই ভালো লেগেছে।

শিক্ষার্থী মো. মোকছুদুল হাসান বলেন, করোনা পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বাড়িতে ছিলাম। নেটওয়ার্ক সমস্যাসহ নানা কারণে অনলাইনে ক্লাসে বিঘ্ন ঘটেছে। অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সশরীরে ক্লাস শুরু হওয়ায় আমরা উচ্ছ্বসিত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। এর আগেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শ্রেণিকক্ষ, বাথরুম ও বারান্দা জীবাণুনাশক ছিটিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ক্লাসে যেন শিক্ষার্থীরা মাস্ক পড়ে, স্যানিটাইজার ব্যবহার করে এবং শারীরিক দূরত্ব বজায় রাখে সে দিকে শিক্ষকরা তদারকি করছেন। আশা করি, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করতে পেরেছে। কেউ সর্দি, জ্বর, কাশি কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে হল কর্তৃপক্ষের কাছে জানাতে বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে।

শেয়ার