পাপুয়া নিউগিনির বিপক্ষে চার-ছক্কায় মাঠ গরম রাখলেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
দারুণ ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ডবইও খুললেন মাহমুদউল্লাহ। মাত্র ২৭ বলে তুলে নিলেন হাফসেঞ্চুরি। যা কিনা এবারের আসরে কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটির রেকর্ড।
ফিফটির পরের বলেই অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। ২৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৫০ রানেই থেমেছে তার ঝড়োগতির ইনিংসটি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল ডেভিড ওয়াইজের। নামিবিয়ার এই ব্যাটার গতকাল (বুধবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ২৯ বলে হাফসেঞ্চুরি ছুঁয়েছিলেন।