Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

১৪ ডিসেম্বর, ২০২০ ৪:২১ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  ডমিনেজ স্টল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১৪ হাজার ২৮০ বারে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৫০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৩২৭ বারে ৪৫ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।

তৃতীয়স্থানে থাকা এশিয়া প্যাসিফিকের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ৯৯৪ বারে ৮ লাখ ৩৪ হাজার৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সে ৮ দশমিক ৫৬ শতাংশ , এসএস স্টিলের ৭ দশমিক ৬৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭ দশমিক ৪৯ শতাংশ,  এশিয়া ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫ দশমিক ৮৫ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮২ শতাংশ ও ইস্টার্ন  লুব্রিকেন্টসের ৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার