Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে আমান ফিড

১৪ ডিসেম্বর, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে আমান ফিড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩২ বারে ৩২ লাখ ১৭ হাজার ৩৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫৩ বারে ১০ লাখ ৩০ হাজার ৭৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকাফার্স্ট ফাইন্যান্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ বারে ১ হাজার ২০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৬ দশমিক ০৬ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫ দশমিক ৪০ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫ দশমিক ১২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৯৬ শতাংশ, মেঘনা পেটের ৪ দশমিক ৮৯ শতাংশ ও আরএন স্পিনিংয়ের ৪ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার