Top
সর্বশেষ

ফের অবরোধ শাহবাগ মোড়

২২ অক্টোবর, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
ফের অবরোধ শাহবাগ মোড়

সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণার দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে তিনটা থেকে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন পরিষদের নেতাকর্মীরা।তাদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।শাহবাগ অবরোধ থাকায় এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন।

শেয়ার