প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, হেলাল উদ্দিন ও ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সোহেল রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সময়ের ব্যাপার মাত্র জেনেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বেছে বেছে জাতির মেধাবী সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশব্যাপী জঘন্য হত্যাকান্ড চালিয়েছিল সেদিন। তাদের প্রেতাত্মারা আজও সক্রিয় দেশ ও জাতির বিরুদ্ধে। এদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।