Top

প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরু হচ্ছে শনিবার (২৩ অক্টোবর)। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মূল পর্বের খেলা। প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ট্রফি কেবিনেটে শিরোপায় ভরা থাকলেও অধরা রয়েছে গেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। অন্যদিকে সারা বছর দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকার ট্রফি কেবিনেটেও নেই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের শিরোপা। এবার সেই আক্ষেপ ঘুচাতে লড়াইয়ে নামছে দুই দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশে সিরিজ হেরে এসেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ৪-১ ব্যবধানে হেরেছিল অজিরা। এদিকে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে অজিরা আর অন্যটিতে ভারতের কাছে হেরেছে তারা।

এদিকে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এর আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রস্তুতি গ্রহণ করে প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসান, ডুয়াইয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশাভ মহারাজ, অ্যানরিখ নর্টিয়ে এবং তাবরিজ শামসি।

শেয়ার