উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।
এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে।
দেশটিতে বিস্ফোরণে ঘটনা এমন সময় ঘটল যখন কিছু গণমাধ্যম জানিয়েছিল যুক্তরাজ্য উগান্ডায় থাকা তাদের নাগরিকদের আগেই হামলার বিষয়ে সতর্ক করেছিল।
এর আগে ২০১০ সালের ১২ জুন কাম্পালার মানুষ যখন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব দেখছিলেন তখন সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে প্রাণ হারান ৭৪ জন। এছাড়া আহত হন আরও অনেকে।