Top
সর্বশেষ

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

১৫ ডিসেম্বর, ২০২০ ১১:২০ পূর্বাহ্ণ
সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামিট পাওয়ারের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির ঘোষিত ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা।

সোমবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামিট পাওয়ারের ঘোষিত ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ অন্তর্বতীকালীন আর ২০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ রয়েছে।

সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালকবৃন্দের মধ্যে আঞ্জুমান আজিজ খান, মো. ফরিদ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, স্বতন্ত্র পরিচালকদের মধ্যে ফারুক আহমেদ সিদ্দীকী, জুনায়েদ আহমেদ চৌধুরী এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার