Top
সর্বশেষ

বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা

১৫ ডিসেম্বর, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটে বিজয়ী হয়েছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে শেষ হয় ইলেক্টোরাল ভোটের ফলাফল ঘোষণা। বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, ভোটকে সামনে রেখে মিশিগান ও জর্জিয়াসহ কয়েকটি রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাজ্যগুলোর রাজধানী ও ওয়াশিংটন ডিসিতে এ ভোট গ্রহণ করা হয়।

আনুষ্ঠানিক জয়ের পর বাইডেন বলেন, মার্কিন গণতন্ত্র প্রচণ্ড চাপ, নানা ধরনের পরীক্ষা ও হুমকির মধ্যে ছিল। কিন্তু সবকিছু ছাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। গণতন্ত্রের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং শক্তি প্রমাণিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডেমোক্র্যাট দলের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার