Top

পর্যটন শ্রমিকদের বেতন-ভাত পেতে অর্থ সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক

২৫ অক্টোবর, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
পর্যটন শ্রমিকদের বেতন-ভাত পেতে অর্থ সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক

করোনা পরিস্থিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের শ্রমিকদের বেতন ভাতা প্রদানে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ সহায়তার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থের পরিমাণ বরাদ্দ করা হয় এক হাজার কোটি টাকা। ব্যাংকের অর্থ সরবরাহ সহজ করতে বিতরণকৃত ঋণের অর্ধেক বা পাচঁশ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। পুনঃঅর্থায়ন তহবিল হতে অর্থ সুবিধা গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশে ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন। এতে আবেদনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আগামী ০১ নভেম্বর হতে পরবর্তী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২৫ অক্টোবর) আবেদনের সময় নির্ধারণ করে নির্দেশনা জারি করেএক বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

নিদের্শনায় বলা হয়েছে, এই প্রণোদনার প্যাকেজের আওতায় ঋণ বিতরণের বা বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন গ্রহণের আবদেনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ০১ নভেম্বর হতে আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত। এই পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণে প্রয়োজনীয় তথ্য দাখিল করে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে। পুনঃঅর্থায়ন সুবিধা এককালীন এবং কিস্তিতে নেওয়া যাবে।

এতে বলা হয়, এককালীন অর্থ সহায়তা গ্রহণের ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া বেতনের অব্যবহিত পূর্বের তিন মাসের বেতনের গড় পরিমাণের ভিত্তিতে সকল হিসাব সম্পন্ন করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রকৃত সংখ্যা অনুসারে পরিশোধযোগ্য বেতনের পরিমাণ হিসাবয়ন করতে হবে। প্রতি মাসের জন্য হিসাবায়িত বেতনের মোট পরিমাণ প্রণোদনা প্যাকেজের আওতায় নির্ধারিত পরিমাণ পর্যন্ত এককালীন ঋণ বিতরণ করা যাবে। কিস্তিতে অর্থ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ব্যাংক প্রকৃত চাহিদা পরিমাণ করে ঋণ সহায়তা করবে।

এতে আরও বলা হয়েছে, বিতরণকৃত অর্থের সদ্বব্যবহার নিশ্চিত করতে কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে হবে এবং তার প্রমাণ পত্র সংরক্ষণের হবে। গ্রাহক ঋণ বা বিনিয়োগের আসল অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। এই পুনঃঅর্থায়ন সুবিধায় সুদের হার ৪ শতাংশ পূর্বে নিধারণ করা হয়েছে। পুনঃঅর্থায়ন সুবিধার মেয়াদপূর্তীতে সুদসহ সম্পূর্ন আসল আদায় করা হবে।

শেয়ার