Top
সর্বশেষ

ভাস্কর্য নিয়ে আন্দোলনে যাবেন না আলেমরা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ ডিসেম্বর, ২০২০ ২:৪০ অপরাহ্ণ
ভাস্কর্য নিয়ে আন্দোলনে যাবেন না আলেমরা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে আর আন্দোলন না করার আশ্বাস দিয়েছেন আলেমরা। শুরু হওয়া আলোচনা চলবে, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলোপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম ওলামারা ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন। তারা বলেছেন, কোনও রকম আন্দোলন তারা করবেন না এবং কেউ যেনো ভাঙচুর করতে না পারে তারও ব্যবস্থা নিতে বলেছেন। তারা পাঁচটি দাবি জানিয়েছেন। সেসব বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছা যাবে।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, আলেমরা দেশের বর্তমান অবস্থা, আমাদের করণীয় নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা আশা করি আলাপের মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান হবে। আমরা ঐক্যমতে পৌঁছাতে পারব। তারাও হৃদয় দিয়ে ধারণ করেন সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা এটাও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খাঁটি মুসলমান।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার