Top

বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিতের নির্দেশ

১৫ ডিসেম্বর, ২০২০ ২:৫০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট, একই সাথে ৪ খুনির খেতাব বাতিলের সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দিয়েছেন।

চার খুনি হলেন-শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুবীর নন্দী দাস। রিটে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও এ চারজন বিবাদী করা হয়।

এতে বলা হয়, ১৯৭৩ সালে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরউত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়।

এই রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, তারা অনুপ্রবেশকারী ছিলেন বলেই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই আদেশে এটাই উঠে এসেছে। এটি একটি যুগান্তকারী আদেশ।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার