Top

‘রাজনীতি করতে হবে দেশের জন্য দশের জন্য’

২৬ অক্টোবর, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
‘রাজনীতি করতে হবে দেশের জন্য দশের জন্য’

যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন তারা ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারেননি উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি করতে হবে দেশের জন্য দশের জন্য। দল ক্ষমতায় থাকলেও আত্মসন্তষ্টিতে থাকা যাবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তত থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী।

পরে বিকেলে সোনামসজিদ বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সন্ধ্যায় মন্ত্রী ডা. হাছান মাহমুদ সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে তিনদিনের সরকারি সফরে ভারতের উদ্দেশ্য সড়কপথে দেশত্যাগ করেন।

শেয়ার