Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে তুং হাই

১৫ ডিসেম্বর, ২০২০ ৪:০২ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে তুং হাই

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭ বারে ২ লাখ ৭৯ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬২ বারে ৩১ হাজার ৬০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজুমার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৩৬ বারে ৪০ হাজার ৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ড্যাফোডিল কম্পিউটারের ৪ দশমিক ৫২ শতাংশ, রেকিট বেনকিজার ৪ দশমিক ২৫ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৪ দশমিক ০৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩ দশমিক ৮৯ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ৩ দশমিক ৮৯ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৩ দশমিক ৮৪ শতাংশ ও নাভানা সিএনজির ৩ দশমিক ৮০ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার