বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, ‘প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এর সবচেয়ে বড় শিকার শ্রমিক শ্রেণির মানুষ।
গত সাত মাসে সাত বার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। অক্টোবরে এসে সয়াবিনের মূল্য প্রতি লিটারে বেড়েছে ৪৫ টাকা। এই সরকার দায়িত্বে থাকলে দ্রব্যমূল্য কমার কোনো সম্ভাবনা নেই। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। ’
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ষড়যন্ত্রের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি করি না। শহীদ জিয়া, খালেদা জিয়া সেই রাজনীতি আমাদের শেখায়নি। ইতিহাস বলে, শহীদ জিয়া একদলীয় শাসনের হাত থেকে আমাদের মুক্ত করেছেন। আর স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করেছেন খালেদা জিয়া। ইতিহাসের পথ ধরে এবারও ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে। ’
তিনি বলেন, ‘নিজের ছেলেমেয়ে, নিজের স্বার্থ রক্ষা, আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশীর স্বার্থ রক্ষা, সর্বোপরি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আর সেই আন্দোলন সফল করার জন্য শ্রমিক দল আজকে থেকে আরও বেশি উদ্যোগী হবে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। ‘
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন খান, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান মজুমদার, মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আমির খসরু, হারুন অর রশীদ প্রমুখ।