Top

রাবির ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে

১৫ ডিসেম্বর, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
রাবির ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে
রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার বহুনির্বচনী (এমসিকিউ) প্রশ্ন পদ্ধতিতে নেওয়া হবে। এর আগের বছরগুলোতে রাবি ভর্তিতে লিখিত পরীক্ষা ছিল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ বছরের ভর্তি পরীক্ষা গতবারের মতো এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না। এবার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সশরীর উপস্থিতিতে শুধু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া কেবল ২০২০ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পাবেন। ফলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।’

প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য প্রতিদিনি/এমআর

শেয়ার