সম্প্রতি ত্রিপুরায় মসজিদে আগুন দেয়াসহ সাম্প্রদায়িক সহিংসতায় ভারতীয় কয়েকটি সংগঠনকে দায়ী করেছে কংগ্রেস। এরমধ্যে সরকারি দল বিজেপিও রয়েছে। কংগ্রেস উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আগরতলা শহরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই ঘটনার জন্য তারা বিশ্ব হিন্দু পরিষদ, বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপি কে দায়ী করেছে।
তবে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গত ২৬ অক্টোবর তারিখে ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় কোনো মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি বলে দাবি করা হয়েছে। কিছু গণমাধ্যমে মসজিদে হামলার বিষয়টিকে গুজব বলেও প্রচার করা হয়েছে।
কিন্তু ঐ দিন রোয়া বাজার চামটিলা মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে হামলা হয়েছে এবং মসজিদের ক্ষতিসাধন করা হয়েছে মর্মে একটি সূত্র জানিয়েছে। এছাড়া রোয়া বাজারে মুসলমানদের মুদি দোকান, রেশন দোকান এবং একটি গোডাউনে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে ইতোমধ্যে ত্রিপুরার ৫ জেলায় দেড়ডজনের মত অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে মসজিদে অগ্নিকাণ্ড- ৩ তিনটি, মসজিদে হামলা ১১টি, দোকান-পাটে অগ্নিকাণ্ড তিনটি, বাড়ি-ঘরে হামলা ৪টি ।