Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

আমার অবসরের ব্যাপারে ভুল বুঝেছে সবাই: নেইমার

২৯ অক্টোবর, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
আমার অবসরের ব্যাপারে ভুল বুঝেছে সবাই: নেইমার

২০২২ বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার! হঠাৎ এমন খবরে সরগরম হয় ফুটবল অঙ্গন। ক্রীড়া ওয়েবসাই ডিএনজিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কি না আমি নিশ্চিত না’। সবাই এরপর ধরে নিয়েছিলেন হয়তো অবসরে যাচ্ছেন নেইমার।

তবে নেইমার বলছেন তার বক্তব্যে ভুল বুঝেছে সবাই। একই ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এবার নেইমার বলেছেন, ‘সবাই বলছে আমি ফুটবল খেলা থামিয়ে দেবো এবং জাতীয় দলের হয়ে খেলবো না। মানুষ একেবারেই জিনিসটা ভুল বুঝছে। আমি বোঝাতে চেয়েছি, প্রতিটা মৌসুমই আমার শেষ মৌসুম হিসেবে মনে করে খেলি।’

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এ পর্যন্ত সেলেসাওদের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৮, দুই বিশ্বকাপেই তিনি ছিলেন ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নের নিউক্লিয়াস। কিন্তু দু’বারই ব্যর্থতায় শেষ হয়েছে তার অভিযান; প্রথমবার সেমিফাইনালে, পরেরবার কোয়ার্টার ফাইনালে।

জাতীয় দলের ভাবনার সঙ্গে ক্লাব পিএসজিকে নিয়ে নিজের আশার কথাও শুনিয়েছেন নেইমার। চলতি মৌসুমেই ক্লাবটিতে যোগ দিয়েছেন তার বন্ধু লিওনেল মেসি। তিনি বলেছেন, মেসির সঙ্গে বার্সেলোনায় যেমন জুটি গড়েছিলেন, এখানেও তেমন বানাতে চান।

নেইমার বলেন, ‘আমি খুব খুশি মেসিকে পিএসজিতে পেয়ে। সে জিনিয়াস, আমার বন্ধু। যখন আপনার পাশে বন্ধু থাকবে তখন কাজগুলো আরও ভালো হবে এবং সবকিছু আরও ঠাণ্ডা মাথায় করা যাবে। আমি আশা করি বার্সেলোনায় আমরা একসঙ্গে যে গল্প লিখেছিলাম, সেটা পিএসজিতেও পারবো।’

পিএসজিতে এসে দুজন ফুটবলারকে দেখে চমকে গিয়েছিলেন নেইমার, ‘পিএসজিতে আমাকে দুজন ফুটবলার চমকে দিয়েছে। একজন হচ্ছে এমবাপে আরেকজন ভেরেত্তি। এমবাপে কারণ সে অনেক দ্রুতগতির আর তরুণ, সে অনেক বড় তারকা। ভেরেত্তিও দুর্দান্ত ফুটবলার কিন্তু দর্শনীয় না হয়তো। আমি যাদের সঙ্গে খেলেছি, সে অন্যতম সেরা মিডফিল্ডার।’

শেয়ার