Top

ম্যাক্রোঁর কাছে ‘দোষ’ স্বীকার করলেন বাইডেন

৩০ অক্টোবর, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
ম্যাক্রোঁর কাছে ‘দোষ’ স্বীকার করলেন বাইডেন

ফ্রান্সকে না জানিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি করে ফরাসিদের ব্যাপক তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের সম্পর্কে ফাটল স্পষ্ট। তবে পুরোনো মিত্রকে শান্ত করতে চেষ্টার কমতি রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফরাসি প্রেসিডেন্টের কাছে একাধিকবার ফোন করেছেন, এবার সরাসরি দেখাও করলেন। বিরোধ শুরুর পর প্রথম সাক্ষাতেই বাইডেন জানালেন, ফ্রান্সকে বাদ দিয়ে চুক্তি করা মোটেও ঠিক হয়নি। তারা এ ব্যাপারে একেবারেই আনাড়ির মতো কাজ করেছেন।

জি২০ সম্মেলনে যোগ দিতে সম্প্রতি রোমে পৌঁছেছেন জো বাইডেন। এর ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ভ্যাটিকানে ফরাসি দূতাবাস ভিলা বোনাপার্টে অনুষ্ঠিত হয় তাদের এ বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রথমে কথা বলেন ম্যাক্রোঁ।

তিনি জানান, নতুন চ্যালেঞ্জের মুখে থাকা দুই দেশের জন্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে আগামী দিনগুলোতে সম্মিলিতভাবে আমরা কী করবো, সেটিই সবচেয়ে বড় বিষয়।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরি করে দিতে তাদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতেই ক্ষেপে যায় ফ্রান্স। কারণ, এর আগে ফ্রান্সের সঙ্গে প্রায় ৬০ বিলিয়ন ডলারের সাবমেরিন চুক্তি করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু নতুন চুক্তির কারণে সেই চুক্তিটি বাতিল করে দিয়েছে অজিরা। বিপুল অংকের এই আর্থিক ক্ষতি ফরাসিরা সহজে মানবে না, তা অবশ্যই অনুমেয়। এ নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে সাময়িকভাবে ফিরিয়ে নিয়েছিল প্যারিস।

শেয়ার