Top
সর্বশেষ

বিজয়ের দিনে সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা

১৬ ডিসেম্বর, ২০২০ ১:১২ অপরাহ্ণ
বিজয়ের দিনে সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা

আজ মহান বিজয় দিবস। শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে আতশবাজি আর ফানুস উড়িয়ে শুরু হয় উদযাপন। সারা দেশেই সাজ সাজ রব লাল সবুজের পতাকা দিয়ে।

বিজয়ের সূর্যোদয়ের পর সারা দেশে বীর শহীদদের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা স্মৃতির মিনারে। বর্ণিল আলোকে বিজয়ের উদযাপন শুরু হয় রাত ১২টার পর থেকে।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে সারা দেশের লাল সবুজের প্রতি মানুষের ভালোবাসার চিত্র তুলে ধরা হলো।

ময়মনসিংহ
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার ময়মনসিংহে পালিত হচ্ছে রক্তস্নাত ৪৯তম মহান বিজয় দিবস ২০২০।

টাঙ্গাইল
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নড়াইল
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে নড়াইলে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচি পালন করছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ফরিদপুর
নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নাটোর
রাত বারোটা এক মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

জয়পুরহাট
যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোর ৬টা ৪০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।

নরসিংদী
নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী মোসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।

চট্টগ্রাম
সকালে বিউগলের করুন সুরের মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ সর্বস্তরের মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো শুরু করেন সাধারণ মানুষ।

কুষ্টিয়া
সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবস পালিত হচ্ছে কুষ্টিয়াতে। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যথাযথ মর্যাদায় স্মৃতিস্তম্ভে ফুল দেন কুষ্টিয়ার জেলা প্রশাসকসহ সকল শ্রেণির মানুষ।

মানিকগঞ্জ
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

গাজীপুর
কালিয়াকৈর উপজেলার বুধবার সকালে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ।

এদিকে সূর্যোদয়ের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘে ভরে উঠে স্মৃতির মিনার। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার