Top
সর্বশেষ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৭ ডিসেম্বর, ২০২০ ১০:০৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো একজন।

বুধবার (১৬ডিসেম্বর) আনুমানিক রাত ৯টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তালা উপজেলার তাপস মন্ডল ও খুলনার পাইকগাছা থানার মিলন দেবনাথ এবং আহত ব্যক্তি একই থানার বাসীন্দা সুব্রত সেন। জানা গেছে তারা সবাই স্বর্ণ কারিগর।

পুলিশ জানিয়েছে, আনুমানিক রাত ৯টার দিকে তাপস, মিলন ও সুব্রত একই মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা ফিরছিলো। পথিমধ্যে বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে খুলনাগামী দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাপস ও মিলন ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় জনতা গুরুতর আহত সুব্রতকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দূর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

 

শেয়ার