Top
সর্বশেষ

সূচকের পতনের চলছে লেনদেন

১৭ ডিসেম্বর, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ
সূচকের পতনের চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮ টির, দর কমেছে ১৪৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৯ লাখ ৮৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪  পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৩৫পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬১ লাখ ২৩ হাজার টাকা।

শেয়ার