Top

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে

১৭ ডিসেম্বর, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ
বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট সাত কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ১০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মৃত্যুবরণ করেছেন তিন লাখ ১৪ হাজার ৫৭৭ জন। দেশটিতে একদিনে ৩ হাজার ৪৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৪৭ হাজার।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জন এবং মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। দেশটিতে একদিনে ১৮ হাজার ১৬৪ জন আক্রান্ত হয়েছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৪২ হাজারের বেশি। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৮৩ হাজার ৮২২ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৬৮ জন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ৩৪ হাজার ৪৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৪৮ হাজার ৫৬৪ জনের। ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫শ জন শনাক্ত হন, মারা গেছেন ৫৯৬ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, উচ্চ সংক্রমণ নিয়ে তুরস্ক অষ্টম, স্পেন নবম, আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

এদিকে মহামারি মোকাবিলায় আবারও লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে বিশ্বের অনেক দেশ। নেদারল্যান্ডস ও জার্মানি বুধবার থেকে নতুন করে লকডাউন কার্যকর করেছে। প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এছাড়া বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার