Top

আবারও আইসিসির মাস সেরার লড়াইয়ে সাকিব

০৪ নভেম্বর, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
আবারও আইসিসির মাস সেরার লড়াইয়ে সাকিব

গত জুলাই মাসে পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। এবার অক্টোবর মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের নাম এসেছে। তার সঙ্গে বাকি দুই ক্রিকেটার হলেন আসিফ আলি ও ডেভিড ভিসা।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

বিশ্বকাপের মঞ্চে শুরুতে ব্যাট-বলে সমানে দাপট দেখিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার ক্যাটাগরির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন তিনি। যদিও সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ নবীর কাছে আবার জায়গা হারিয়েছেন। তবে অক্টোবর মাস জুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স মূল্যায়নে এনেছে আইসিসি।

অক্টোবর মাসে সাকিব সর্বোমোট ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে প্রায় ১১০ স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেন ১৩১ রান। বোলিংয়েও অনবদ্য সাকিব। ওভার প্রতি ৬-এর নিচে রান খরচ করে তুলে নিয়েছেন ১১ উইকেট। যদিও বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব খুব একটা ভালো যায়নি সাকিবের। ইনজুরির কারণে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।

শেয়ার