ওখার এলাকার কাছে পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি’র (পিএমএসএ রক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় মৎস্যজীবী নিহত হয়েছে। আহত হন আরও একজন। গুজরাটের কাছে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ভারতীয় নৌকা জলপরী। এতে ছিলেন সাত জন মৎস্যজীবী। ওখার এলাকার কাছে নৌকাটিকে লক্ষ্য করে গুলি চালায় রক্ষীবাহিনী।
দেবভূমি দ্বারকার এলাকার পুলিশ সুপার সুনীল জোশী জানিয়েছেন, পাকিস্তানি রক্ষীদের গুলিতে যে ভারতীয় মৎস্যজীবী মারা গেছেন, তার নাম শ্রীধর রমেশ চামরে। বয়স ৩৩ বছর। বাড়ি মহারাষ্ট্রের পালঘরের ভাদরাই গ্রামে। শনিবারের ওই ঘটনার পর রবিবার তার মরদেহ ওখা বন্দরে নিয়ে যাওয়ায় হয়। নভি বন্দর পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
জলপরীর মালিক জয়ন্তীভাই রাঠোর জানিয়েছেন, ‘শ্রীধর নৌকার কেবিনে ছিলেন। সেখানেই তার শরীরে গুলি লাগে। তিনটি বুলেট তার বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। মাছ ধরার নৌকার ক্যাপ্টেন আহত হয়েছেন। পাকিস্তানি রক্ষীরা এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল।’
ওখার কাছে পাকিস্তানি রক্ষীদের হাতে এর আগেও আক্রান্ত হয়েছে ভারতীয় মৎস্যজীবীরা। গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদ জানায়, ২৭০ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৪৯ জন সাধারণ মানুষ পাকিস্তানের জেলে বন্দি। আর ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পাকিস্তানের ৭৭ জন মৎস্যজীবী এবং ২৬৩ জন সাধারণ মানুষ ভারতের জেলে বন্দি।
ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। তিনি মনে করেন, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘ভারত এখন সফট ডিপ্লোমেসির রাস্তায় হাঁটছে। আর দুই দিন পরেই ভারতের উদ্যোগে আফগনিস্তান নিয়ে দিল্লিতে এনএসএ পর্যায়ের আলোচনা হবে। তাতে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা যোগ দিচ্ছে না। চীন এখনও জানায়নি তারা আসবে কি না। তবে রাশিয়া, ইরান-সহ একাধিক দেশ বৈঠকে যোগ দেবে। সম্প্রতি গ্লাসগোতে নরেন্দ্র মোদির সফরও যথেষ্ট সাড়া জাগিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান গুলি করে একজন মৎস্যজীবীকে হত্যা করলো।’
উৎপল ভট্টাচার্যের মতে, ‘পাকিস্তান তাদের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। ভারতীয় কূটনীতির মোকাবিলায় তারা এই পথ নিয়েছে। ভারতের থেকে তাদের উল্টো রাস্তা নিতে হবে বলেই এই কাজ করেছে।’
পাকিস্তান জানিয়েছে, ভারতীয় নৌকাটি তাদের পানিসীমায় প্রবেশ করেছিল। প্রথমে তারা শূন্যে গুলি চালায়। সতর্ক করার চেষ্টা করে। তাতে কাজ হয়নি। তখন তারা নৌকাটি লক্ষ্য করে গুলি চালায়। তবে উৎপল ভট্টচার্যের বক্তব্য, ‘কোনও ঘটনা ঘটলে পাকিস্তানের তরফে ঠিক এই বয়ানই দেওয়া হয়।’ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দিল্লি বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি তোলা হবে। ভারত এই বিষয়ে কঠোর মনোভাব নিয়েই চলবে।’ সূত্র: ডিডাব্লিউ।