সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩৭১টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৭ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোসের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া আমান কটনের ৩৯ লাখ ৬৭ হাজার টাকার, এসিআইয়ের ৪৮ লাখ ৬০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ২০ লাখ ৪৮ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ১৪ লাখ ৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৮ লাখ ৩৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৮ লাখ ৪২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২১ লাখ ৪৮ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ফাইন ফুডসের ২৪ লাখ ৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৬৮ হাজার টাকার, ম্যারিকোর ৩৯ লাখ ৮৭ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৯১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ২৯ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৪৭ লাখ ৪৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ৫০ হাজার টাকার, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯ লাখ ৩০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৮ লাখ ২৮ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২৩ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৫ লাখ ৩২ হাজার টাকার, ইউনিক হোটেলের ৫ লাখ ৫৫ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।