Top
সর্বশেষ

রংপুর বিভাগে করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪

১৫ ডিসেম্বর, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
রংপুর বিভাগে করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪
রংপুর প্রতিনিধি :

দীর্ঘ দুই মাস পর রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় ১ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪ জন। এদের মধ্যে দিনাজপুর জেলায় ২ জন, ঠাকুরগাঁ ও গাইবান্ধা জেলায় ১ জন করে।

বুধবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জাকিরুল ইসলাম স্বাক্ষরিত সাংবাদিকদের কাছেন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময়
করোনায় আক্রান্ত হয়েছে ৪ জন । এদের মধ্যে দিনাজপুর জেলায় ২ জন, ঠাকুরগাঁ ও গাইবান্ধা জেলায় ১ জন করে। রংপুর বিভাগের ৮ জেলায় ২ শত ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ২১ জন।

এ নিয়ে বিভাগে ৩ লাখ ৩ হাজার ৮২২ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৫ হাাজার ৬ শত ৫৫ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। বিভাগের ৮ জেলায় মোট ১
হাজার ২শত ৪৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৬ শত ৫৬ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রংপুর বিভাগে করোনা সংক্রমনের হার ১ দশমিক ১৪ শতাংশ।

বুধবার সকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১৪ হাজার ৮শ’ ৬৮ জন আক্রান্ত ও ৩৩০ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৫শ’ ৩৪ জন আক্রান্ত ও ২৯৩ জনের মৃত্যু
হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৬শ’ ৮৭ জন আক্রান্ত ও ২৫৫ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ৭৪ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৪শ’ ৬৩ জন অক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬শ’ ৪৬ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ৫৫ জন
আক্রান্ত ও ৬৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৮ শ’ ২৮ জন আক্রান্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার