Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

কুড়িগ্রামে তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

১৯ ডিসেম্বর, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামে তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ জন।

রোববার দুপুরে সাতালস্কর প্রাইমারী স্কুলের পাশে তিস্তার নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার নারী-শিশুসহ শত মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায় এবং এলাকাবাসী বন্যা কবলিত হয়ে পরে। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

এ অবস্থায় ভেঙে যাওয়া বাঁধটি সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমেবৃষ্টি শুরু হলে বজরা এলাকায় ভাঙন বেড়ে যাবে। এছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই এলাকায় বন্যা সৃষ্ট হবে। তাই শুকনো মৌসুমেই বাঁধ সংস্কারসহ নদী শাসনের দাবি জানান বক্তারা।

শেয়ার