Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মীরসরাইয়ে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১৯ ডিসেম্বর, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
মীরসরাইয়ে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
মীরসরাই প্রতিনিধি :

মীরসরাইয়ে বিস্তৃর্ণ মাঠ জুড়ে পাকা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ফলনও খুব ভালো হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বেশ ভালো ফলন হয়েছে আমনের। কিন্তু এখন ন্যায্য দাম নিয়ে শঙ্কা কৃষকদের মাঝে।ধানের ন্যায্য মূল্য পেতে সরকারী ভাবে ধান কেনার দাবি কৃষকদের।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এ বছর ২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ধান চাষ হয়েছে ২ হাজার ১’শ ৫০ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকাতে ফলনও ভালো হয়েছে। মীরসরাইতে বি ধান ৪৯, ৩৯, ৪৪, বি আর ২২ ধানের চাষ করা হয়েছে। এছাড়া স্থানীয় জাত নাকেসি ধানের চাষ করা হয়েছে। সবচেয়ে বেশী চাষ করা হয়েছে বি ধান ৪৯।

উপজেলার তেতৈয়া এলাকার কৃষক জয়নাল বলেন, আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। ধানের ন্যায্য মূল্য না পেলে উৎপাদন খরচ উঠবে না। কৃষকরা যাতে প্রকৃত মূল্য পায় সেজন্য সরকারীভাবে সরাসরি কৃষকদের থেকে ধান কেনার পাশাপাশি বাজার তদারকির দাবী জানান তিনি।

গোপালপুর এলাকার কৃষক হারাধন বলেন, আমি প্রায় ১ একর জমিতে বিআর ২২ ধান করেছি। ১ একরে আমার খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। ধানের ফলন ভালো হলেও বাজারে দাম খুবই কম। বর্তমানে বাজারে প্রতি আড়ি (১৬ কেজি) ধান বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা দামে। সে অনুযায়ী ১ একরে ৫ থেকে ৬ হাজার টাকা লাভ হবে। দাম কম হওয়ার কারণে উৎপাদন খরচ উঠছেনা। সরকারীভাবে কৃষকের থেকে ধান কেনার দাবী জানান তিনি।

সব মিলিয়ে উপজেলার কৃষকদের ঘরে ঘরে এখন নবান্নের আনন্দের প্রহরই অপেক্ষা করছে। সবাই পিঠেপুলির প্রস্তুতি নিচ্ছে। আশা করা যাচ্ছে দু- এক সপ্তাহের মধ্যেই উঠোনে উঠোনে ধান আর শীতের পিঠা পায়েসের ধূমে মত্ত হবে সবাই।

শেয়ার