Top
সর্বশেষ

মাগুরায় দুদিন ব্যাপি বাউল মেলা উৎসব

০৪ জানুয়ারি, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
মাগুরায় দুদিন ব্যাপি বাউল মেলা উৎসব
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব মাগুরা শহরতলীর দড়ি মাগুরা কোকিল কুঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে বিদায় ভোজের মাধ্যমে শেষ হয় এই উৎসব। প্রয়াত বাউল সাধক ও গবেষক গোসাই মনোরঞ্জন বসুর ৮ম মৃত্যু বার্ষিকী স্মরনে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠিত আয়োজন

করেন প্রয়াত মনোরঞ্জন বসুর পুত্র অধ্যক্ষ তপন কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, আশরাফুল আলম। বক্তব্য রাখেন মাগুরা প্রফুল্ল সিংহ আর্য়ুবেদিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ তপন কুমার বসু , ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের সহকারী অধ্যাপক লিটন বরন শিকদার প্রমুখ । সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহ আলম ।

উৎসবে বাউল সংগীত পরিবেশন করেন বিশিস্ট বাউল শিল্পী বিমল বাউল, নূর আলী, আহাদ বাউল প্রমুখ বাউল শিল্পীরা । তারা বাউল ও লালন শাহের নানা ধরনের গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। উৎসবে কুষ্টিয়া মেহেরপুর, কুমিল্লা, মেহেরপুর, মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, নড়াইল, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক লালান ও বাউল সাধক ও শিল্পী অংশ নেন।

শেয়ার