Top

দেশের বাজারে নতুন বছরের সেরা ৫টি স্মার্টফোন

২৯ জানুয়ারি, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
দেশের বাজারে নতুন বছরের সেরা ৫টি স্মার্টফোন

আজকের দিনে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর নতুন বছরের শুরুতেই নতুন একটি স্মার্টফোন অনেকেরই চাওয়া। সেই চাওয়া পূরণ আরও কিছুটা সহজ করতে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস – বিক্রয় ডট কম নিয়ে এসেছে ২০২২ সালে কেনা যেতে পারে এমন ৫টি স্মার্টফোনের তালিকা।

জনপ্রিয় এই ওয়েবসাইটটিতে স্মার্টফোন ছাড়া বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক্স পণ্য, রিয়েল এস্টেট, গাড়ি, মোটরসাইকেল সহ প্রায় সবকিছুই কেনা-বেচা করা যায়, এছাড়াও বিক্রয় ডট কম ব্যবহার করে খুঁজে নেওয়া যাবে পছন্দের চাকরি এমনকি মনের মতো জীবনসঙ্গীও!

আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আমাদের আজকের আয়োজন আপনার জন্যই। চলুন দেখে নেওয়া যাক নতুন এই বছরে দেশের মোবাইল মার্কেটে কোন কোন স্মার্টফোন আপনার অপেক্ষায় রয়েছে।

দেশের বাজারে ২০২২ সালে সেরা ৫টি স্মার্টফোন
বছরের শুরুতেই অনেকেই নতুন স্মার্টফোন কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়ে থাকেন, তবে হাজার হাজার স্মার্টফোনের ভিড়ে পছন্দসই ফোনটি খুঁজে পাওয়া কিছুটা কঠিন। ব্যবহারকারীদের চাহিদা আর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি বর্তমান বাজারের সেরা ৫টি স্মার্টফোন এবং তাদের দামের তালিকা। চলুন, তাহলে ফোনগুলো দেখে নেওয়া যাক।

১. গুগল পিক্সেল ৬
গত বছর অক্টোবর মাসে বাজারে লঞ্চ হয়েছে গুগলের পিক্সেল সিরিজের দুটো স্মার্টফোন পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো। তন্মধ্যে পিক্সেল ৬ ফোনটিতে যেসকল আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে তার কয়েকটি এখানে তুলে ধরা হলোঃ

-ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90HZ
-মেশিন লার্নিং ক্ষমতা সম্পন্ন গুগলের নিজস্ব টেন্সর চিপ
-গুগল পিক্সেল ৬ ফোনটিতে আছে 4614mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং এবং 21W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা
-ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অবাঞ্ছিত বস্তু/কাউকে মুছে ফেলার জন্য ম্যাজিক ইরেজার

গুগল পিক্সেল ৬-এর দামঃ বর্তমানে বাংলাদেশে গুগল পিক্সেল ৬ পাওয়া যাবে ৬৬,৫০০ টাকায়।

২. গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি
দেশের বাজারে স্যামসাং আনতে চলেছে তাদের জনপ্রিয় লাইন আপ এস সিরিজের সর্বশেষ সংস্করণ ‘গ্যালাক্সি এস২১ আলট্রা ফাইভ-জি’। ফোনটির কিছু উল্লেখযোগ্য ফিচার বা বৈশিষ্ট্যঃ

-গ্যালাক্সি এস-পেন
-ফোনটির সুরক্ষা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে স্যামসাং নক্স ভল্ট টেকনোলজি
-৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে
-ফোনটির ডিসপ্লে প্রয়োজন অনুযায়ী 10 থেকে 120Hz রিফ্রেশ রেটের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে সমন্বয় হবে

গ্যালাক্সি এস২১ আলট্রা ফাইভ-জি-এর দামঃ বর্তমানে বাংলাদেশে গ্যালাক্সি এস২১ আলট্রা ফাইভ-জি পাওয়া যাবে ১,৩৯,৯৯৯ টাকায়।

৩. আইফোন ১৩
প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল গত বছর সেপ্টেম্বর মাসে বাজারে তাদের আইফোন ১৩ লাইনআপের ৪টি ফোন আনে, যেগুলো হলোঃ আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। ফোনগুলোর মধ্যে আইফোন ১৩ ফোনটিতে যেসকল ফিচার দেওয়া হয়েছেঃ

-আইফোন ১৩-এ ব্যবহার করা হয়েছে এ১৫ বায়োনিক চিপ

-সিনেমাটিক ক্যামেরা মোড

-ফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সেন্সর-শিফট স্ট্যাবিলাইজেশন টেকনোলজি, যার মাধ্যমে নড়াচড়া করার সময় ছবি ভিডিও বা ছবিতে ভাইব্রেশন কমানো যায়

আইফোন ১৩-এর দামঃ বর্তমানে বাংলাদেশে আইফোন ১৩ পাওয়া যাবে ১,১৮,৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১,৩৩,৪৯৯ টাকায় (২৫৬ জিবি)।

৪. ওয়ানপ্লাস ৯আর
বর্তমান বাংলাদেশের মোবাইল বাজারের অন্যতম জনপ্রিয় একটি ফোন হলো ওয়ানপ্লাস ৯আর। মধ্যম বাজেটের আকর্ষণীয় ফোনটিতে যেসকল ফিচার থাকছেঃ

-ফোনটিতে ব্যবহার করা হয়েছে HDR10 সাপোর্ট সহ ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) Fluid AMOLED ডিসপ্লে

-অক্সিজেন অপারেটিং সিস্টেম

-ফোনটি ৪জি ও ৫জি উভয় সংস্করণ-এই বাজারে পাওয়া যাবে

ওয়ানপ্লাস ৯আর-এর দামঃ বর্তমানে বাংলাদেশে ওয়ানপ্লাস ৯আর পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ৩৭,০০০ টাকায় (২৫৬ জিবি)।

 

৫. শাওমি নোট ১১ প্রো
শাওমির সাব-ব্র্যান্ড রেডমি তাদের বাজেট-বান্ধব ফোনগুলোর জন্য বাজারে বেশ পরিচিত। তারই ধারাবাহিকতায় তারা বাজারে এনেছে রেডমি নোট ১১ সিরিজ। রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ প্রো+, এই তিনটি ফোন থাকছে এই সিরিজে। ফোনগুলোর মধ্যে রেডমি নোট ১১ প্রো মডেলটিতে যেসমস্ত ফিচার রয়েছেঃ

-ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G অক্টা-কোর প্রসেসর

-ডিসপ্লের সুরক্ষায় আছে Corning Gorilla Glass 5

-৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ স্পেস-এর ফোনটি সাশ্রয়ী মূল্যের মধ্যে ব্যবহারকারীদের একটি দারুণ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম

শাওমি রেডমি নোট ১১ প্রো-এর দামঃ বর্তমানে বাংলাদেশে শাওমি রেডমি নোট ১১ প্রো পাওয়া যাবে ২৫,০০০ টাকায় (১২৮ জিবি)।

পরিশেষ
নতুন বছরে নতুন একটি স্মার্টফোন আপনাকে যেমন সারা বছর রাখবে আপডেটেড তেমনি আপনি উপভোগ করতে পারবেন আধুনিক সমস্ত ফিচার।

নতুন বছরে নতুন স্মার্টফোনগুলো খুঁজে পেতে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম-এ ঘুরে আসতে পারেন।

শেয়ার