Top

জেসিআই এক্সিলেন্স’র “সমৃদ্ধির রং-২” প্রকল্প চালু, সুবিধাভোগী দরিদ্র জনগোষ্ঠী

০৪ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
জেসিআই এক্সিলেন্স’র “সমৃদ্ধির রং-২” প্রকল্প চালু, সুবিধাভোগী দরিদ্র জনগোষ্ঠী
জেলা প্রতিনিধি :

জেসিআই ঢাকা এক্সিলেন্স “সমৃদ্ধির রং-২” প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প টেকসই উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু করেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) জেসিআই ঢাকা এক্সিলেন্স ইতিবাচক পরিবর্তনের জন্য একটি বৈশ্বিক শক্তি গর্বের সাথে “সমৃদ্ধির রং ২.০” প্রকল্প চালু করে। এটি একটি অনন্য সামাজিক দায়বদ্ধতা উদ্যোগ যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা গ্রামে একটি অসহায় পরিবারের জীবনমান উন্নত করতে পরিকল্পিত।

চলতি বছরের ২৯ নভেম্বর, প্রকল্পের আওতায় একটি স্থায়ী মুদি দোকান প্রতিষ্ঠা করা হয়, যা সেই পরিবারের জন্য একটি টেকসই জীবিকার উৎস হিসেবে কাজ করবে। পরিবারটি মহামারীর ধাক্কায় গভীর সংকটে পড়েছিল এবং পরিবারের প্রধানের চিকিৎসার জন্য নিয়মিত অর্থ প্রয়োজন ছিল। এই চ্যালেঞ্জ মোকাবিলায়, জেসিআই ঢাকা এক্সিলেন্স একটি কার্যকর সমাধান নিয়ে এগিয়ে আসে।

জেসিআই ঢাকা এক্সিলেন্স-এর প্রেসিডেন্ট সাঈদা রেদওয়ানা হাসান বলেন, সমৃদ্ধির রং ২.০-এর মাধ্যমে আমরা কেবল একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করছি না, বরং তাদের চিকিৎসা ব্যয়ও সামাল দেওয়ার সুযোগ তৈরি করছি। আমরা এই উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল ভবিষ্যত গড়ে তোলার স্বপ্ন দেখি।

এই প্রকল্পটি শুধু ব্যক্তিগত জীবনের উন্নতিতে নয়, বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা ও স্থিতিস্থাপকতা বাড়াতেও সাহায্য করবে। এটি জেসিআই ঢাকা এক্সিলেন্স-এর সমাজে ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আনার প্রতিশ্রুতির প্রতিফলন।

বিএইচ

শেয়ার