Top

সংকোচনমূলক নীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার

০৪ ডিসেম্বর, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
সংকোচনমূলক নীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার
অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক :

দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মূদ্রার রিজার্ভ বাড়ানো ও রপ্তানি আয় বৃদ্ধি করাই অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক। বাণিজ্য প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বর্তমানে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) একজন পরিচালক এবং র‌্যাপিড প্রকাশিত ত্রৈমাসিক প্রকাশনা ডেভেলপমেন্ট লেটারসের প্রধান সম্পাদক। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক সংস্কার উন্নয়নের অন্যতম সদস্য।

সাক্ষাৎকারটি নিয়েছেন বাণিজ্য প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি।

বাণিজ্য প্রতিদিন: সরকারের গৃহীত সংকোচনমূলক নীতি মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু প্রভাব ফেলে?

ড. আব্দুর রাজ্জাক: বহুদিন ধরেই বাজারে মূল্যস্ফীতি বিদ্যমান। কাজেই সেই মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সরকার তাদের হাতে যতগুলো অপশন আছে সবগুলোই এখন পর্যন্ত প্রয়োগ করেছে। এর মধ্যে সুদের হার বাড়িয়েছে। তারা সরকারি খরচ কামানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত টাকা ছাপিয়ে সরকারকে লোন দিবে না সেটাও তারা নিশ্চত করেছে। এগুলো সবই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জন্য করা হচ্ছে। পাশাপাশি একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে- আমাদের রিজার্ভ এখনও যথেষ্ট পরিমাণ শক্ত হয়নি ফলে আমরা বেশি পরিমাণে আমদানী করতে পারছি না। আমরা যদি অনেক বেশি আমদানী করে সরবরাহ ঠিক রাখতে পারতাম তাহলে হয়তো মূল্যস্ফীতির লাগাম টানা সহজ হতো। সাপ্লাই ঠিক থাকলে ভোক্তা কম দামে ক্রয় করতে পারবে। এতে কিছুটা স্বস্তি পাবে। তবে এটা ঠিক যে, শুধু সংকোচন নীতির মাধ্যমেই যে মূল্যস্ফীতি কমানো সম্ভব সেটা যেমন ঠিক না, তবে মনে রাখতে হবে সংকোচন মূলক নীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার। পাশাপাশি সরবাহ বাড়াতে সব ধরণের গুরুত্ব দিতে হবে।

বাণিজ্য প্রতিদিন: বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫ পয়েন্ট থেকে বাড়িয়ে ১০ পয়েন্টে উন্নীত করেছে। এটি কতটুকু সুফল বয়ে আনবে বলে মনে করেন?

ড. আব্দুর রাজ্জাক: সুদহার বাড়ানোর কিন্তু অনেকগুলো বিপজ্জনক বিষয়ও রয়েছে। বিশেষ করে সুদহার বাড়ালে যারা ব্যবসা-বাণিজ্য করেন তাদের জন্য এটা বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে। উদ্যোক্তারা যারা ঋণ নিতে চান তাদের জন্য কঠিন অসুবিধা নিয়ে আসবে এটি। কিন্তু বিশ্বব্যাপী একটি স্বীকৃত উপায় হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হলে সুদের হার বাড়ানো মাধ্যমে চেষ্টা করা। এটাই একমাত্র উপকরণ না। সুদের হারের পাশাপাশি অন্যান্য বিষয়েও কাজ করতে হবে। এই সরকার শুধু যে সুদের হারের উপর জোর দিয়েছে তাও কিন্তু না, অন্য অনেকগুলো ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সরকার তার ব্যয় ব্যবস্থাপনা এখন সুনির্দিষ্ট করতে যাচ্ছে। কাজেই অতিরিক্ত যে ব্যয় তা নিয়ন্ত্রণ করা চেষ্টা করা হচ্ছে। এটার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক দ্যর্থহীন ভাবে বলেছে টাকা ছাপিয়ে সরকারকে কোন লোন দিবে না। সেটিও কিন্তু একটি পদক্ষেপ যার মাধ্যমে সুদের হার নিয়ন্ত্রণ করা চেষ্টা করা হচ্ছে।

এই সময়ে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে সামষ্টিক অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ফিরিয়ে আনা। এবং সেটার জন্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা ও রিজাভের্র যে স্থিতি তা বাড়ানোর চেষ্টা চলছে। যদি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অবশ্যয়ই এই পদক্ষেপগুলো কার্যকর বলে পরিগণিত হবে।

বাণিজ্য প্রতিদিন: বাজাটের আয়ের অন্যতম প্রধান উৎস রাজস্ব। নতুন অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব ঘাটতি ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। রাজস্ব বৃদ্ধিতে করণীয় কী?

ড. আব্দুর রাজ্জাক: রাজস্ব ঘাটতির যে হিসাব দেওয়া হচ্ছে সেটা গত বছরে বাজেটে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটার সঙ্গে তুলনা করে করা হয়েছে। যেহেতু এই সরকার ওই বাজেট ব্যবস্থাপনাকে রিভাইজ করবে, সংশোধন করবে এবং সেখানে যথেষ্ট মাত্রায় পাকলিক স্পেন্ডিং কাট করা হবে বা কমিয়ে দেওয়া হবে। এই যে সরকারি ব্যয় এটা এই কারণে কমানো দরকার যেহেতু আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কাজেই আমরা যখন সংশোধিত বাজেটটা পাবো তখন হয়তো রাজস্বে ঘাটতি ততো বড় নাও হতে পারে। তবে মাথায় রাখতে হবে বাংলাদেশে রাজস্ব আয় করার ক্ষেত্রে দীর্ঘদিনের একটা দুর্বলতা কিন্তু আছে। একটা দেশের অর্থনীতিতে কমপক্ষে ১৫ ভাগ কর-জিডিপি অনুপাত থাকা উচিত। সেটা আমাদের মাত্র ৮ ভাগের কাছাকাছি। সুতরাং সেই জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। এটা অনেক দিন ধরে বলার পরও রাজস্ব আদয়ে যথেষ্ট পরিমাণে গতি আসে নাই। কাজেই সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। এটার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই বছর একটি বিশেষ বছর। এখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। সামগ্রিকভাবে বাণিজ্য খাতটা একটু স্লথ গতির মধ্যে আছে। আপনারা জানেন যে এই বছরে আমরা মনে করছি জিডিপির গতি প্রবৃদ্ধির হার কিন্তু কমে আসবে। যেটা সাধরণত ৬/৭ ভাগ থাকে এটা কমে ৪ থেকে সাড়ে ৪ এর মধ্যে আসবে। তার মানে যখন অর্থনীতিতে স্লথগতিটা হয় তখন কিন্তু রাজস্ব আদায় করাটাও কিন্তু কঠিন কাজ হয়ে পড়ে। কাজেই সেটারও আমরা খানিকটা প্রভাব দেখতে পাচ্ছি।

আমরা এখন আমদানি সংকোচনমূলক নীতির দিকে যাচ্ছি। যেহেতু আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে আমরা সব আমদানী করতে পারছি না। কাজেই আমদানীকে সংকোচন করা হচ্ছে। বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমদানী থেকে যে রাজস্ব আদায় করা হয় সেটা কিন্তু বেশ ভালো। যা পৃথিবীর অন্যদেশে সঙ্গে শতকরা হিসাব তুলনা করলে আমাদের আমদানী থেকে রাজস্ব আদায় করার হারটা অনেক বেশি। এটা একটি ভালো সিস্টেম না। ভালো যেসব দেশে কাঠামো আছে সেখানে তারা আমদানী থেকে রাজস্ব আয়ের ওপর নির্ভরতা কমাতে চায়। আমাদের এখানে সেই নির্ভরতা অনেক বেশি।

বাণিজ্য প্রতিদিন: ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে কমিশনকে কি কি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন?

ড. আব্দুর রাজ্জাক: ব্যাংক ও আর্থিক খাত বললে অনেকগুলো বিষয় সামনে চলে আসে। এরমধ্যে একটি হচ্ছে আমরা সুশাসন কোন কোন ক্ষেত্রে রাখতে পারি নাই প্রথমে সেটি আসবে। ব্যাংক পর্ষদ, কমিটি থেকে আরম্ভ করে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তারা (বিভিন্ন গ্রুপ) গোচ্ছিত তহবিল থেকে অর্থ তছরুপ করেছে। ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছে তাদের আরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা একটা লক্ষ হবে। এরপর অন্য যে অবজেক্টিভগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে, যে ব্যাংকগুলোর অবস্থা ভালো নয় সেই ব্যাংকগুলোকে কিভাবে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারটা কিন্তু তাদের জন্য প্রযোজ্য। আরেকটি ব্যাপার না বললে নয়, বিভিন্ন ব্যাংক যেগুলো এখন ঝুঁকির মধ্যে আছে তাদের সংকটের ধরণটা কিন্তু আলাদা। এটা এমন নয় যে সবগুলো ব্যাংকের ক্রাইসিস একই। যদি সেই ধরণ টা একই রকম না হয় তাহলে এই সংস্কারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে, কোন টাইপের অসুবিধার জন্যে কি রকম পলিসি আমরা নিবো এবং সেটার মাধ্যমে আমরা ব্যাংকগুলোকে সাহয্য করতে পারবো সেই জায়গাটি কিন্তু আইডিন্টিফাই করতে হবে। এছাড়া ভবিষ্যতে ব্যাংক খাতে আর কোন বড় রকমের অনিয়ম না হয় এর জন্য কি করতে হবে সেই সংস্কারের জায়গায় আমরা যদি কনক্রিটলি আইডেন্টিফাই করতে পারি সেটাও এই কমিশনের প্রতি আমার প্রত্যাশা।

বাণিজ্য প্রতিদিন: আস্থা সংকটে গ্রাহকরা ব্যাংক থেকে আমানত তুলে ফেলছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে করণীয় কী?

ড. আব্দুর রাজ্জাক: ব্যাংকিং সেক্টর থেকে গ্রাহকরা যে টাকা উঠিয়ে ফেলছেন তা সর্বাংশে সত্য নয়। আমরা জানি , সংকট আছে কিছু কিছু ব্যাংকে যারা গ্রাহকের পাওনা টাকা সময় মতো দিতে পারছে না বা চাহিদা মতো দিতে পারছে না। সে ক্ষেত্রে ওই ব্যাংকগুলোর জন্য আস্থা সংকট তৈরি হচ্ছে। কিন্ত আমি এটাও বলতে চাই অনেকগুলোব্যাংক কিন্তু যথেষ্ট পরিমাণে আমানত পাচ্ছেন। মনে রাখতে হবে আমদের অর্থনীতিতে সুদেরহার অনেক বেড়েছে। এই সুদের হার বাড়নো মানেই হচ্ছে ব্যাংকগুলোর পক্ষে আমানত আকৃষ্ট করাটা কিন্তু সোজা। অসুবিধা হচ্ছে ওই ব্যাংকগুলো জন্য, যে ব্যাংকগুলোকে অনিয়মের মাধ্যমে ক্ষতিসাধন করা হয়েছে। যেখান থেকে অনেক তহবিল সরিয়ে ফেলা হয়েছে। কাজেই সেই ব্যাংকগুলোকের ক্ষেত্রে কিছুটা আস্থার অভাব আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দ্ব্যর্থহীন ভাবে বলেছে তারা কোন ব্যাংককে পড়তে দিবে না। কাজেই সব ব্যাংকের জন্য সাপোর্ট থাকবে। এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হচ্ছে ব্যাংকগুলো আন্তঃব্যাংক ঋণ কার্যক্রম চালু করেছে। সেটার মাধ্যমে টাকা ধার নিয়ে গ্রাহকের টাকা পরিশোধের চেষ্টা করছেন।

আমার ধারণা যদি সামগ্রিকভাবে আমাদের সামষ্টি অর্থনীতিতে স্থিতি ফিরে আসে তাহলে আস্থার যে সংকট তা কেটে যাবে। আর আমি মনে করি যে, বাংলাদেশ ব্যাংকের আরও কিছু চিন্তা করতে হবে যে, যে গ্রাহকদের জরুরি টাকার প্রয়োজ আছে কিন্তু টাকা নিতে পারছে না তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারে সেটা হয়তো আরও সতর্ক ভাবে চিন্তা করে দেখার প্রয়োজন আছে বলে মনে করি।

বাণিজ্য প্রতিদিন: তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংকের ঋণ সহায়তা দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এর মাধ্যমে সংকট সমাধান কি সম্ভব?

ড. আব্দুর রাজ্জাক: তারল্য সংকট এই মহূর্তে ব্যাংকের আছে। তবে বাংলাদেশ ব্যাংক চায় না তারা টাকা ছাপিয়ে ওই ব্যাংকগুলোকে সহযোগী করবে। এটা আসলে উচিতও না যেহেতু মূল্যস্ফীতির চাপ আাছে। যদি আমরা এটা করতে থাকি সেটা আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এবং বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। সেটা কোন ভাবেই মনে করি না সঠিক সিদ্ধান্ত। তবে অন্য কোন নীতিকৌশল আছে কিনা সেটা দেখতে হবে। কোন কোন ক্ষেত্রে হয়তো সুযোগ আছে কিছু খেলাপী ঋণকে দায়বদ্ধতার মাধ্যমে কোন ভাবে ফিরিয়ে নিয়ে আসা। কোন কোন ক্ষেত্রে যারা খেলাপী করে ঋণ করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে ব্যাংকিং সিস্টিমের মধ্যে নিয়ে আসা। কিছু কিছু ক্ষেত্রে এই সুযোগও আছে যেগুলো দুর্বল ব্যাংক তারা তুলনামূলক পদ্ধতিতে তাদের গ্রাহকদের ভালো সুযোগ দিয়ে ধরে রাখা যায় কিনা বা নতুন গ্রাহক আকর্ষণ করতে পারে কি-না সেগুলো হয় তো দেখা যেতে পারে।

সুতরাং আমি বলবো শুধু তারল্য সহায়তা দিয়ে চলা ভালো হবে না। সব উপায় দেখতে হবে।

বাণিজ্য প্রতিদিন: দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে উত্তোরণের উপায় কী?

ড. আব্দুর রাজ্জাক: গত দুই বছর ধরে উপরে উপরে দেশের অর্থনীতির ভালো চিত্র তুলে ধরা হলেও ভিতরে কিন্তু অনেক মৌলিক সমস্যা আছে। দেশের অর্থনীতির এই পর্যায়ে আসার অন্যতম প্রধান কারণ ছিল সংস্কার করার ক্ষেত্রে অসম্ভভ রকমের অনীহা রাখা এবং সমস্যা সমাধাণে কাজ না করা। এর আগের সরকারের যে বিভিন্ন পরিকল্পনা বা নীতি ছিল সেগুলোর মধ্যে বার বার সংস্কারের কথা বলা হলেও সংস্কারের ক্ষেত্রে তারা কোন আগ্রহ দেখায়নি। উল্টোদিকে ব্যাংকিং সেক্টরে বড় মাত্রায় লোপাট হয়েছে। এবং সেখানে একদমই কোন ডিসিপ্লিন ছিল না। যার ফলে দেশের অর্থনীতি আজ এই পর্যায়ে এসেছে। এখন উত্তোরণের উপায় হচ্ছে- প্রথমত, আমাদরে রিজার্ভ পরিস্থিতি ভালো করতে হবে। পৃথিবীর যে দেশেই মূল্যস্ফীতি ও রিজার্ভ পরিস্থিতি খারাপ সেই দেশ কঠিন চ্যালেঞ্জে পড়বে। আমরা এখন সেরকম এক সমস্যায় পড়ে গিয়েছি। এই মুহূর্তে প্রচুর আমদানী করে সরবরাহ ঠিক রেখে মূল্যস্ফীতি কমাতে পারি। কিন্তু সমস্যা হলো আমাদের রিজার্ভে যাথেষ্ট পরিমাণ অর্থ নেই। তাহলে আমরা সেটাও করতে পারছি না। সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমাদের যে কঠিন সমস্য আছে তা পলিসির মাধ্যমে বের হতে হবে। আগে যেটা ছিল পলিসির বিশ্বাসযোগ্যতা ছিল না। মানে যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছিল না। আবার পলিসির গভীরতাও ছিল না। বর্তমান সময়ে সরকারের পলিসি ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্য) এবং ডেফথ (গভীরতা) দুটোই এখন কাজ করছে। কাজেই আমাদেরকে একটু সময় দিতে হবে।

অন্যদিকে আমাদের রাজস্ব আদায়ে মননিবেশ করতে হবে। বিনিয়োগের পরিবেশ ঠিক করতে হবে। রপ্তানী খাতে আমাদের বৈচিত্র আনায়ন করতে হবে। শুধু পোশাক শিল্পের উপর নির্ভর না করা যাবে না। রাপ্তানী আয় না বাড়লে আমাদের রিজার্ভ পরিস্থিতিও উন্নতি হবে না। বিদেশী বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে নজর দিতে হবে। রপ্তানির ক্ষেত্রে যে দেশগুলো বৈচিত্র আনতে পেরেছে বা রপ্তানিতে ভালো করতে পেরেছে তারা সবাই যথেষ্ট পরিমাণ বিদেশি বিনিয়োগ পেয়েছে ।

বাণিজ্য প্রতিদিন: রিজার্ভ ব্যবস্থাপনায় কোন ত্রুটি আছে কি-না? থাকলে উত্তরণের উপায় কি?

ড. আব্দুর রাজ্জাক: বর্তমানে রিজার্ভ ব্যবস্থপানায় অগের ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করা হয়েছে। রিজার্ভের ওপর চাপ থাকার পরও বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে কম দামে অনেক ডলার বিক্রি করেছে। যার ফলে রিজার্ভে আজকের এই অবস্থায় পৌঁছেছে। দীর্ঘদিন বিনিময় হারটা একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল যার ফলে আমরা যথাযথভাবে রিজার্ভ বাড়াতে পরি নাই। কাজেই ত্রুটি-বিচ্ছুতি আমাদের মধ্যে ছিল। বিগত সময়ে বহু ডলার বিদেশে পাচার হয়েছে।
উত্তরণের উপায় হিসেবে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হবে। এবছর রেমিট্যান্সে একটা চাঙ্গা ভাব আসছে এই প্রবাহ ধরে রাখতে হবে। যারা টাকা পাঠাচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে আগ্রহী করে তুলতে হবে। বর্তমান ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব রয়েছে তা সব সময় রাখতে হবে। এছাড়া বৈধ চ্যালেনে টাকা আরও বেশি আসবে। দক্ষ ও প্রশিক্ষিত জনবল বেশি টাকা আয় করতে পারে। সুতরাং দক্ষতা উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।

বাণিজ্য প্রতিদিন: বর্তমান সময়ে অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের জন্য প্রধান তিন চ্যালেঞ্জ কি কি?

ড. আব্দুর রাজ্জাক: একদিকে মূল্যস্ফীতি সমস্যা আছে অন্যদিকে রিজার্ভ নিয়েও সমস্যা আছে। কাজেই আমাদের রিজার্ভ পরিস্থিতি যেহেতু এখন এতো ভালো হয়নি তাই আমরা যথেষ্ট পরিমাণ আমদানি করতে পারছি না। মূল্যস্ফীতি কমানোর অন্যতম হাতিয়ার হতো যদি আমরা যথেষ্ট আমদানী করতে পারতাম।

প্রথমত মূল্যস্ফীতি ও রিজার্ভ বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, আমরা দীর্ঘদিন যথেষ্ট পরিমাণ আভ্যন্তরীণ রাজস্ব আদায় করতে পারছি না। কাজেই সেই জায়গায় মনোনিবেশ করতে হবে। তৃতীয়ত, রপ্তানি আয় বৃদ্ধি করা। রপ্তানি আয় বাড়াতে বহুমাত্রিক চিন্তা করতে হবে।

বাণিজ্য প্রতিদিন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ড. আব্দুর রাজ্জাক: আপনাদেরকেও ধন্যবাদ।

এএ

শেয়ার