Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

টাঙ্গাইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
টাঙ্গাইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলর কালিহাতীতে ৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তবে বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করা চেষ্টা করা হলেও সেটা ব্যর্থ হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়ায় ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশুটি ইদ্রিস আলীর বাড়ির সামনে খেলতে যায়। এ সময় শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্না চিৎকার করলে ইদ্রিস তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা বাবার

কাছে ঘটনাটি বলে। তারা স্থানীয় লোকজনের কাছে বিচারের দাবি করেন। পরে রোববার রাতে স্থানীয় মাতাব্বর আব্দুল বাছেদের বাড়িতে সালিশি বৈঠক বসে।
সেখানে ইদ্রিস আলীকে ১ লাখ টাকা জরিমানা ও মুখে জুতা দিয়ে কান ধরে ১০ বার ওঠ বস করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ি জরিমানার টাকা দিতে গড়িমসি করায় শিশুটির মা পরে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনাস্থল থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির বাবা বলেন, আমি গরীব মানুষ।

টাইলস শ্রমিকের কাজ করি। আমাদের চেয়ারম্যান হাসমত আলীসহ এলাকার মাতাব্বররা বিষয়টি মীমংসার জন্য সালিশ করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বিচার অমান্য করে। পরে থানায় অভিযোগ দিয়েছি। কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ইদ্রিস

আলীকে রোববার রাতে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি এ বিষয়ে গ্রাম্য সালিশও বসেছিল।

শেয়ার