Top
সর্বশেষ

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

২৯ অক্টোবর, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
স্ট্যান্ডার্ড ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভা ব্যাংকের চেয়ারম্যান ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক মোহাম্মদ আবদুল আজিজ এবং ব্যাংকের পরিচালক ও শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক এ কে এম আবদুল আলীম- এর উপস্থিতিতে, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য মো. ফরিদউদ্দীন আহমদ, ড. মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী, প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ ও প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ সিদ্দিকুর রহমান এবং ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

বিএইচ

শেয়ার