রংপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক দর্শনা ইউনিয়নের চেয়ারম্যান ছাদেক আলী নিখোজের প্রতিবাদে সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে সামারকলীপি
দিয়েছে নগরীর দর্শনা এলাকাবাসী। মানববন্ধন শেষে তারা নগরীতে একটি বিক্ষোভ
মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের
কর্যালয় ঘেরার করে স্মারকলীপি প্রদান করে।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন,রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামসুল
আলম, দর্শনা ইউপির সাবেক চেয়ারম্যান ফতেহ আলী খোকন, মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,সহ সভাপতি হারুন অর রশিদ, দিলশাদ
ইসলাম মুকুল, ইদ্রিস আলী,যুগ্ম সম্পাদক নিধুরাম অধিকারী,নওশাদ রশিদ,ওবায়দুর
রহমান ময়না,রওশানুল কাওসার সংগ্রাম,কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর
বকশি,মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউজ্জামান বাবু, সহ সভাপতি
আব্দুল হামিদ,দর্শনা বাছিরুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান বকুল,
প্রমুখ।
বক্তারা বলেন, ২০ ফেব্রæয়ারী রাতে শহীদ মিনারে ফুল দিতে আসার সময় নিখোজ হন
রংপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক দর্শণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী। নিখোঁজের সাত দিন অতিবাহিত হওয়ার পরও তার
কোন সন্ধান মেলেনি।
নিখোঁজ ছাদেক আলীর সন্ধান চেয়ে সোমবার (২১ ফেব্রæয়ারি) রাতে রংপুর
মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা করে তার
পরিবার।